সপ্তাহখানেক আগে বিউটি এক্সপার্ট সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমান খানের ভাই অভিনেতা-প্রযোজক আরবাজ খান। বিয়ের পর আজ শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরের বাইরে দেখা গেল আরবাজ এবং সুরাকে। আলোকচিত্রীদের দেখেই মুখ লুকোচ্ছিলেন নববধূ সুরা। তবে আরবাজ দাঁড়িয়ে ছবি তুললেন। কিন্তু তার স্ত্রীর মুখ অর্ধেক ঢাকা ছিল টুপিতে।
সূত্রের খবর, মধুচন্দ্রিমাতে যাচ্ছেন তারা। প্রতি বছর আরবাজ ‘নিউ ইয়ার’ উদ্যাপন করতে বিশেষ কিছু পরিকল্পনা করে থাকেন। এ বছরটা আরও বিশেষ। স্ত্রী সুরার সঙ্গে প্রথমবার নতুন বছরকে স্বাগত জানাবেন তিনি। তবে মধুচন্দ্রিমার জন্য নবদম্পতি কোথায় গিয়েছেন সেটাও এখনও জানা যায়নি।