মেলবোর্ন টেস্টে হারের ক্ষোভ মিটছে না পাকিস্তানের। তার সঙ্গে যোগ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউট। যা এখনও মেনে নিতে পারছে না পাকিস্তান।
শুক্রবারই অসন্তোষ প্রকাশ করেছিলেন কোচ মোহাম্মদ হাফিজ। এবার আইসিসি’র দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৬১তম ওভারে এ ঘটনা ঘটেছে। কামিন্সের বাউন্সার সরে গিয়ে ‘ডাক’ করেছিলেন রিজওয়ান। বল সোজা উইকেটকিপারের হাতে জমা পড়ে। কিন্তু রিজওয়ানের পাশ দিয়ে যাওয়ার সময় সামান্য একটি আওয়াজ হয়। অস্ট্রেলিয়া আম্পায়ারের কাছে ক্যাচের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। এর পরেই কামিন্স ডিআরএস নেন।
তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ কয়েক মিনিট ধরে সেই মুহূর্তটি দেখেন। বিভিন্ন কোণ থেকে পরীক্ষা করেন। হটস্পট এবং স্নিকোমিটারের সাহায্য নেন। তার পরেই অন-ফিল্ড আম্পায়ারকে বলেন সিদ্ধান্ত বদলে রিজওয়ানকে আউট দিতে।
তিনি বলেন, “একটা হালকা খোঁচা শুনতে পেয়েছি যে বলটা রিস্টব্যান্ডে লেগেছে। রিস্টব্যান্ড যেহেতু হাতের সঙ্গে যুক্ত, তাই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে আউট দিন।”
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়ে যান রিজওয়ান। তিনি মাঠে থাকা আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু লাভ না হওয়ায় মাথা নাড়তে নাড়তে সাজঘরে ফেরেন। ম্যাচের পর কোচ হাফিজ বলেছেন, ‘এ ধরনের প্রযুক্তি ক্রিকেটের জন্য অভিশাপ।’