ব্রাজিলে যাচ্ছেন না আনচেলত্তি, থাকছেন রিয়ালেই

0

ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। এমন সব গুজবে পানি ঢেলে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। অর্থাৎ আরও দুই মৌসুম মাদ্রিদেই থাকছেন এই বর্ষীয়ান কোচ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

শীতকালীন ছুটিতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সবাই ছুটি কাটাচ্ছেন। এর আগেই চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনায় বসেছিলেন আনচেলত্তি। প্রাথমিক আলোচনা শেষে মৌখিকভাবে সম্মতি জানিয়েছিলেন তিনি। পরে যা নিশ্চিত করেছে রিয়াল।

আনচেলত্তিকে পেতে মরিয়া চেষ্টা চালিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনো (সিবিএফ)। ২০২২ বিশ্বকাপে ব্রাজিল দলের ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দেন সেসময়ের কোচ তিতে। এরপর থেকে ভারপ্রাপ্ত কোচের অধীনেই খেলছে তারা। তবে গ্রীষ্মেই সিবিএফ ঘোষণা করে বসে, ২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। পরে রিয়াল যখন তার কাছে এর সত্যতা জানতে চায়, তখন তিনি জানিয়েছে দেন সিবিএফের দাবি সত্য নয়। 

গত মৌসুম ভালো না কাটলেও আনচেলত্তির অধীনে অসংখ্য সাফল্য পেয়েছে রিয়াল। দুই মেয়াদে তার কোচিংয়ে ২৪০টি ম্যাচ খেলেছে রিয়াল। সংখ্যার দিক থেকে তার সামনে আছেন কেবল ক্লাবের আরেক কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজ। টানা ১৪ মৌসুম দায়িত্ব সামলেছেন তিনি। তার অধীনে রিয়াল খেলেছে ৫৯৫ ম্যাচ। আনচেলত্তি রিয়ালকে দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। আর একবার জেতাতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কীর্তি। এছাড়া আর একবার করে কোপা দেল রে, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতলে ছাড়িয়ে যাবেন বাকিদেরও।  

আনচেলত্তির চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণার পর, জানুয়ারিতে অনুশীলনে ফিরবে রিয়াল। এরপর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে সুবিধাজনক স্থানে আছে রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here