নিজ ঘরে ঝুলছিল নাশকতার ৬ মামলার আসামির মরদেহ

0

গাইবান্ধার পলাশবাড়ীতে আবির আহম্মেদের (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবির ৬ নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিনমারী গ্রাম থেকে আবিরের মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা ও নিহতের বাবা আমিরুল ইসলাম জানান, ছোট থেকেই বেশির ভাগ সময়ই আবির তার নানা বৈরীহরিনমারী গ্রামে নিজাম উদ্দীন মণ্ডলের বাড়িতে থাকত। বৃহস্পতিবার রাতের খাবার শেষে সেখানেই ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকাল থেকেই আবিরের ঘরের দরজা বন্ধ ছিল। পরে জুম্মার নামাজের জন্য ডাকতে গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলতে দেখতে পায় স্বজনরা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, আবির নামে এক যুবক আত্মহত্যা করেছে। তবে তার নামে ৬ টি নাশকতা মামলা বিচারাধীন রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here