রাশিয়া নিজেদের ভান্ডারে থাকা প্রায় সব ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৮ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক।
হামলার পর এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা, একটি হাসপাতালের প্রসূতি বিভাগ ও বেসামরিক লোকজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া দীর্ঘ সময় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার পর সম্প্রতি ইউক্রেনে হামলা বাড়িয়েছে। এরই মধ্যে আজ এ হামলা চালানো হলো।
ইউক্রেন সরকার জানিয়েছে, সর্বশেষ হামলার পর ওদেসা, খারকিভ, নিপ্রোপেত্রোভস্ক ও কিয়েভের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের হামলা চালানোর জন্য রাশিয়া ক্ষেপণাস্ত্র মজুত করছে বলে কয়েক সপ্তাহ ধরেই আশঙ্কা করছিল কিয়েভ সরকার।
এদিন দেশটির রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভ শহর, দক্ষিণাঞ্চলের ওদেসা ও জাপোরিঝঝিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্রো, খারকিভসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে।