ফুলপুরে স্বতন্ত্র প্রার্থী সারোয়ারের কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ৯

0

ময়মনসিংহের ফুলপুরে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া শাহ শহীদ সারোয়ারের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জানাজার নামাজ থেকে ফেরার পথে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে কোর্ট ভবন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের ছোটভাই অ্যাডভোকেট শাহ শহীদ ফরহাদ, কামরুল ইসলাম, কালাম, কায়েস, রাজিব, আরমান, আনন্দ ও স্বর্ণিভসহ ৯ জন আহত হন বলে জানা গেছে। পরে তাদেরকে চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

জানা যায়, উপজেলার ঠাকুর বাখাই থেকে ফুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদারের জানাজার নামাজ আদায় করে ফুলপুর থানা রোডে সারোয়ারের বাসভবনে ফেরার পথে তাদের ওপর হামলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here