গুগল ক্রোমের ভাষা বাংলা করবেন যেভাবে

0

ইংরেজি না জানলে নিজের আঞ্চলিক ভাষাতেও গুগল ক্রোম চালাতে পারছেন ব্যবহারকারীরা। সেখান থেকে সার্ফিং, সার্চিং সবকিছুই বাংলায় করতে পারেন।

কম্পিউটার, অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে ডিফল্ট ক্রোম ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার আঞ্চলিক ভাষা কীভাবে সেট করবেন, সেই পদ্ধতি জেনে নিন।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোমের ভাষা বাংলা করবেন যেভবে

• আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল ক্রোম খুলুন।
• অ্যাড্রেস বারের ডান দিকে থ্রি ডটস অপশন দেখতে পাবেন। সেখান থেকে সেটিংস অপশন ও পরে ল্যাঙ্গুয়েজেস-এ চলে যান।
• ক্রোম ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আপনার এই মুহূর্তের ভাষাটি বেছে নিন।
• তালিকা থেকে দেখে নিন বাংলা ভাষা, সেটি সিলেক্ট করুন। যদি না থাকে, তাহলে ডাউনলোড করে নিন।
• ডাউনলোড হয়ে গেলেই ‘ল্যাঙ্গুয়েজ রেডি’ অপশন থেকে বাংলা ভাষা সিলেক্ট করুন। এবার আপনি ক্রোম থেকে বাংলায় সব কাজ করতে পারবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here