দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য আয়োজিত বরিশালের জনসভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় পাঁচ বছর পর তিনি বরিশাল সফরে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে তিনি উপস্থিত প্রধানমন্ত্রী। এর আগে, এদিন সকাল ৯টায় বরিশালের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।