ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের উত্তরাঞ্চল। ফলে দিল্লিসহ পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।
সড়ক পথে জটিলতার পাশাপাশি দিল্লি বিমানবন্দর থেকেও উড়তে পারেনি শতাধিক ফ্লাইট। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগও।
এ পরিস্থিতিতে দিল্লিগামী ২২টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে বলে জানা গেছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে বিপাকে পড়েছেন অপেক্ষমান যাত্রীরা।
অন্যদিকে দিল্লির বায়ুর মানেও পড়েছে নেতিবাচক প্রভাব। শুক্রবার সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দিল্লির স্কোর ৩৫৬। দিল্লিতে বাতাসের মানসূচকে এ স্কোরকে আগামী দুইদিনের জন্য খুব অস্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: এনডিটিভি