কানাডায় ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব অন্টারিওর উদ্যোগে বড়দিন উদযাপিত

0

বিপুল উৎসাহ উদ্দীপনায় কানাডায় বসবাসরত খ্রিষ্টান ধর্মাবলম্বী বাংলাদেশি কানাডীয়ানদের সংগঠন ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব অন্টারিওর উদ্যোগে বড়দিন উদযাপিত হয়েছে।

টরন্টোর ওভারলি ব্লুভার্ডের সেন্ট ক্লেমেন্ট অব অর্চিড ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত এই আয়োজনে অন্টারিওর বিভিন্ন স্থান থেকে সাড়ে চার শতাধিক বাংলাদেশি খ্রিষ্টান ধর্মাবলম্বী এতে অংশ নেন। 

সংগঠনের বর্তমান সভাপতি অমিত থিওটোনিয়াস গোমজ, ভাইস প্রেসিডেন্ট জ্যাকুলিন রোজারিও ও সেক্রেটারি অর্পা ডি’ক্রুজ বর্তমান ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে নিয়ে বড় দিনের কেক কাটেন। সমবেত কণ্ঠে বড়দিনের গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। পরে বড়দিন উপলক্ষে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন ‘আবাহন’ এর মোড়ক উন্মোচন করা হয়। 

গভীর রাত অবধি বড়দিনের এই আনন্দ আয়োজনে গান, নৃত্য, ম্যাজিক প্রদর্শন সমবেত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে অনুষ্ঠানস্থলে সান্তার আগমন এবং শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো খ্যাতিমান শিল্পী রনি প্রেন্টিস রয় এর সঙ্গীত পরিবেশনা। শুদ্ধ সঙ্গীতের শিল্পী হিসেবে পরিচিত রনি প্রেন্টিস রয় দীর্ঘদিন পর টরন্টোর মঞ্চে গান পরিবেশন করেন এবং দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পীর গানের আগে তাঁর পরিচিতি তুলে ধরেন টরন্টোর বিশিষ্ট সংস্কৃতি কর্মী ভিক্টর গোমজ। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাকে উত্তরীয় এবং ফুল দিয়ে সম্ভাষণ জানান। শিল্পীকে যন্ত্রাংশে সহায়তা করেন যথাক্রমে রনি পালমার, রুপতনু শর্মা, আবির দাশ এবং জন গোমস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here