‘জেমস বন্ড’খ্যাত বিখ্যাত হলিউড অভিনেতা পিয়ার্স ব্রসনান আইনি সমস্যায় পড়েছেন। পিয়ার্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। জঙ্গলের মধ্যে পর্যটকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন অভিনেতা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরে ১ নভেম্বর ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে ইয়োমিংয়ের ডিস্ট্রিক্ট কোর্টে পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পায়ে হেঁটে জঙ্গলের ‘থার্মাল’ অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন তিনি।
সম্প্রতি ‘আনহোলি ট্রিনিটি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন পিয়ার্স। শুটিংয়ের ফাঁকে সময় বার করে তিনি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে ঘুরতে যান।