নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা প্রথমবারের মতো ওয়ানডের পর জিতেছে টি-টোয়েন্টিতেও। বোলিংয়ে শরিফুল ইসলাম, মাহেদী হাসানদের পর ব্যাট হাতে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। এমন পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট। নাজমুলরা আজ সেই স্বপ্ন পূরণের ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশ সময় দুপুর ১২:১০টায়।
এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটনকে না পাওয়া সফরকারীদের জন্য বড় ধাক্কা।