গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাঁচ শতাধিক ইসরায়েলি সৈন্য, কর্মকর্তা ও সংরক্ষক (রিজার্ভ সেনা) নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।
নিহত সৈন্যের সংখ্যা ৫০১ জন, যাদের অধিকাংশই গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়। ৭ অক্টোবর হামাসের হাতে কমপক্ষে ২৭৪ জন সৈন্য এবং ৩৮ জন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা (যারা বেসামরিক নাগরিক কিন্তু আইডিএফের তালিকভুক্ত গণ্য করা হয়) নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনীর নিহত ৫০১ সৈন্যের তালিকায় পশ্চিম তীরে বন্ধুত্বপূর্ণ গোলাগুলিতে নিহত এক সৈন্য, লেবানন সীমান্তে ত্রুটিপূর্ণ গোলাবারুদের কারণে নিহত এক সৈন্য, উত্তর ইসরায়েলে একটি ট্যাংক দুর্ঘটনায় নিহত দুই সৈন্যও অন্তর্ভু্ত রয়েছে।