মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার প্রবল বর্ষণের পর ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশটি। প্লাবিত হয় দেশটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা।
এছাড়া অনেককেই বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে। এক পরিবারের সকলেই বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছেন বুকাভু অঞ্চলের স্থানীয় বাসিন্দা ইভন মুকুপি নামের এক নারী। তাদের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনও ওই পরিবারের কয়েক জন নিখোঁজ রয়েছে। সূত্র: রয়টার্স