বিশ্বকাপ ফাইনালের হার এখনও ভুলতে পারছেন না শামি!

0

বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েও আক্ষেপ এখনও যাচ্ছে না মোহাম্মদ শামির। চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে পারছেন না। কিন্তু শামির মাথায় এখনও ঘুরছে বিশ্বকাপ ফাইনালের সেই হার। ভুলতেই পারছেন না ভারতের এই পেসার। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে আবার নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে কোথায় যে ভুল হল তা এখনও বুঝতে পারছেন না শামি। বলেছেন, “ভারত বিশ্বকাপের ফাইনালে হারার পর গোটা দেশ হতাশ ছিল। আমরা প্রত্যেকে একশো শতাংশ দিয়েছিলাম যাতে ম্যাচের শেষ পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সেটা হয়নি। সত্যি বলতে, ব্যাখ্যা করার মতো ভাষাও আমার কাছে নেই। কোথায় ভুল হল তা এখনও জানি না।”

শামি আরও বলেছিলেন, ‘‘ফাইনালে ওঠার পরে সবাই জেতা ছাড়া অন্য কিছু ভাবিনি। কিন্তু জিততে পারিনি। তবে তার জন্য কেউ কারও দিকে আঙুল তোলেনি। কারণ, আমরা জানতাম সবাই চেষ্টা করেছে। আগের ১০টা ম্যাচে দল হিসেবে জিতেছিলাম। ফাইনালে দল হিসেবেই হেরেছি। শুধু মেনে নিতে কষ্ট হচ্ছিল।’’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here