হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেন রোমেরো

0

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস্তিয়ান রোমেরোকেও হারাল টটেনহ্যাম হটস্পার। হ্যামস্ট্রিং চোটে ভুগছেন তিনি। দলটির কোচ কোচ এনজ পোস্টেকোগ্লু বলেছেন, চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আর্জেন্টাইন ডিফেন্ডারকে।  

প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন রোমেরো। চোট পাওয়ায় বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়। ম্যাচটি টটেনহ্যাম জেতে ২-১ গোলে। টটেনহ্যামের পরবর্তী ম্যাচ আজ বৃহস্পতিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোমেরোর চোটের বিষয়টি নিশ্চিত করেন পোস্টেকোগ্লু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here