আইপিএল: বড় ধাক্কা পাঞ্জাবের, ছিটকে গেলেন বেয়ারস্টো

0

গলফ খেলতে গিয়ে পাওয়া চোট থেকে এখনও সেরে ওঠেননি জনি বেয়ারস্টো। আইপিএলের ২০২৩ আসরে পাঞ্জাব কিংসের হয়ে তাই খেলতে পারবেন না ইংলিশ এই কিপার-ব্যাটসম্যান। 

পুরো আসর থেকে বেয়ারস্টোর ছিটকে পড়ার কথা শনিবার (২৫ মার্চ) এক টুইটে জানায় পাঞ্জাব কিংস। ডানহাতি বিস্ফোরক এই ব্যাটসম্যানের জায়গায় অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টকে দলে যোগ করেছে তারা। 

এবার আইপিএলেও পাওয়া যাবে না তাকে। তার অনুপস্থিতি পাঞ্জাবের জন্য বড় ধাক্কা। সবশেষ আসরে ১১ ইনিংসে দুই ফিফটিতে ২৫৩ রান করেন তিনি ২৩ গড় ও ১৪৪.৫৭ স্ট্রাইক রেটে। 

প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছেন ২৭ বছর বয়সী শর্ট। বিগ ব্যাশের সবশেষ আসরে টুর্নামেন্ট সেরা হন তিনি। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে ৩৫.২৩ গড় ও ১৪৪.৪৭ স্ট্রাইক রেটে করেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৮ রান। অফ স্পিনেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here