বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ডের উদ্যোগে শনিবার (২৩ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ওইদিন বিকাল ৫টায় অকল্যান্ডের স্থানীয় মাউন্ট আলবার্ট সিনিয়র সিটিজেন হলে আয়োজিত অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে জাতীয় সঙ্গীত, “বঙ্গবন্ধু, বাঙালির বিজয় এবং আগামীর বাংলদেশ” বিষয়ক আলোচনা, কবিতা আবৃত্তি, ভিডিও চিত্র প্রদর্শনী ও দেশাত্তবোধক গান পরিবেশন করা হয়।
আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এম এ গফুর মিয়া, জাকির হোসেন, কাজী আহসান হায়াত সেতু, ড. তাপস বড়ুয়া এবং মোহাম্মাদ আফজালুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন মনীষা জাহান মিলা, ড. তাপস বড়ুয়া, রিশান এবং সাম্মিরুন ইসলাম। দেশাত্মবোধক গান পরিবেশন করেন ড. তাপস বড়ুয়া এবং শান্তা বড়ুয়া।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন সাইদ হায়দার, মিরযা রাকিব এবং ইব্রাহিম সম্রাট। অনুষ্ঠানে নিউজিল্যান্ড বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের পরিবার এবং নতুন প্রজন্মের বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
সমাপ্তি পর্বে নিউজিল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মো. আব্দুর রশিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী বাংলাদেশ গড়ার নিরন্তর সংগ্রামে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সচেতন অংশগ্রহণ কামনা করেন।