ময়মনসিংহ ১১ শিল্পাঞ্চল ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদের (ট্রাক প্রতীক) প্রচার মাইক ভাঙচুর ও কর্মীর ওপর হামলার ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি এজেন্ট এ.বি.এম আফরোজ খান আরিফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় ওই মামলা (নং- ২৬ তারিখ- ২৭-১২-২০২৩ ইং) করেন।
মামলা সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর সোমবার দীন মোহাম্মদ (৩৮) নামে এক প্রচারকর্মী স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীকের) প্রচারণা চালাচ্ছিল। ঘটনার দিন আনুমানিক ৩ টার সময় প্রচারমাইক বহনকারী অটোরিকশা পানিহাদী এলাকায় পৌঁছানোর পর পানিহাদী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মতিউল ইসলাম নুরুর (৫৫) হুকুমে একই গ্রামের আশরাফুল হকের ছেলে জাকির হোসেন (২৪) ও আজাদ মৃধার ছেলে আকাশ মৃধা (২৫)-সহ অজ্ঞাত নামা ১০-১৫ জন দীন মোহাম্মদের অটোরিকশার গতিরোধ করে এবং তাকে পানিহাদী এলাকায় ট্রাক প্রতীকের প্রচারণা চালাতে নিষেধ করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা দীন মোহাম্মদকে এলোপাতাড়ি মারধর করে বাঁশের লাঠি দিয়ে ট্রাক প্রতীকের প্রচারণায় ব্যবহৃত অটোরিকশা ও প্রচার মাইক ভেঙে ফেলে। পরে ট্রাক প্রতীকের কর্মীরা খবর পেয়ে দীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।