ফেনী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, প্রধানমন্ত্রীর ইস্পাত কঠিন দৃঢ় অবস্থার কারণে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র অবসান হয়েছে। যারা মানবতার কথা বলেন, তারা কোটি টাকা দিয়ে শিশু ও নারী হত্যার জন্য অস্ত্র দিচ্ছে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে হবে নির্বাচন। ভোটারদের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। ৭ তারিখে নির্বাচন এখন সময়ের বিষয়।
বুধবার ফেনীর ছাগলনাইয়া পাঠাননগর ইউনিয়নের বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন নাসিম।
বিকালে রেজুমিয়া বাজারে পথ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর তপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।
পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক প্রমুখ।
সন্ধ্যায় গতিয়া সোনাপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। রাতে কাচারি বাজারের পথসভার মধ্যদিয়ে দিনের কার্যক্রম শেষ করেন নৌকা প্রতীকের এ প্রার্থী।