গাজার মধ্যাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে স্থল আক্রমণ সম্প্রসারণ করছে ইসরায়েল। নেতানিয়াহু সতর্ক করেছেন, হামাসের সাথে যুদ্ধ কয়েক মাস স্থায়ী হবে। এরমধ্যে ইসরায়েলি বাহিনীর আক্রমণ চলছে।
সাম্প্রতিক দিনগুলোতে বুরেইজ, নুসিরাত ও মাগাজি শিবিরে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট গাজায় যা ঘটছে তা `ধ্বংস যজ্ঞের থেকেও বেশি কিছু বলে বর্ণনা করেছেন।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে অন্তত ১৯৫ জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, গত ১১ সপ্তাহের লড়াইয়ে ২১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের বন্দুকধারীদের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলায় কমপক্ষে ১,২০০ মানুষ নিহত হয়। এরপর যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।