দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ফারজানা হক পিংকির র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের এই ওপেনার। মেয়েদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি ফারজানার; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১০২ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত যদিও ম্যাচটি হেরে যায় তারা। ফারজানার এখন রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৫৮৫। ব্যাটারদের তালিকায় বাংলাদেশের আর কেউ সেরা ২০ এর মধ্যেই কখনও উঠতে পারেনি। এক ধাপ করে পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩০তম, রুমানা আহমেদ ৫০তম এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন।
শেষ ম্যাচে উলভার্টের সঙ্গে ২৪৩ রানের উদ্বোধনী জুটি গড়া তানজিম ব্রিটস অনেক বড় লাফ দিয়েছেন; ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৬৫ রান করে ম্যাচ সেরা হওয়া আনেকা বশ ৭১ ধাপ এগিয়ে আছেন ৭০তম স্থানে। তালিকায় চূড়ায় আগের মতোই আছেন ইংল্যান্ডের ন্যাট শিভার। আর দুই নম্বরে অস্ট্রেলিয়ার বেথ মুনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে একমাত্র রাবেয়া খানের উন্নতি হয়েছে। ছয় ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন তিনি, তার রেটিং পয়েন্ট ৩৪৪। আগের মতোই ১৩ নম্বর স্থান ধরে রেখেছেন নাহিদা আক্তার। তবে শেষ দুই ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় তার রেটিং পয়েন্ট কমে হয়েছে ৫৪৩। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সালমা খাতুন আছেন ২২ নম্বরে। বোলারদের তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।