আজও বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। সে সময় তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ৩২৫। এর মানে হল- আজও ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে এখানকার বায়ু। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। তখন শহরটির স্কোর ছিল ২৫৬। সে হিসেবে সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।
সূচকে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। শহরটির স্কোর ছিল ২৩১। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি।