ঢাকা রিজেন্সিতে ক্রিসমাস -এর চমকপ্রদ আয়োজন

0

প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনে বিভিন্ন আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সোমবার ঢাকা রিজেন্সির সিগনেচার ইভেন্ট  ক্রিসমাস কিডস পার্টি  রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন এবং ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হলে   জাকজমকভাবে আয়োজন অনুষ্ঠিত হয়।

শিশু কিশোরদের জন্য এ আয়োজনে ছিল ক্ষুদে গানরাজ এর  চ্যাম্পিয়ন শিল্পীদের মজার মজার সব গান  ও মজার মজার সব ম্যাজিক । + আরও ছিল টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here