ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেছেন, ৭১ সালের মতো এখনো চক্রান্ত চলছে। এই চক্রান্ত জনগণকে ভোটে না নেওয়ার চক্রান্ত। এবারের নির্বাচন সংবিধানকে অক্ষুণ্ণ রাখার নির্বাচন। মঙ্গলবার বিকেলে ছাগলনাইয়ার মির্জা বাজার প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অসহায় মানুষের কথা শেখ হাসিনা ছাড়া কেউ চিন্তা করে না। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যাকে খুশি তাকে ভোট দিবেন, যদি পছন্দ হয় ৭ তারিখে ভোট দিয়েন।
এর আগে সকালে তিনি ছাগলনাইয়া উপজেলার কেন্দ্রীয় মন্দির থেকে গণসংযোগ শুরু করেন। এরপর পৌরসভার রেজুমিয়া, সতের ও মির্জা বাজারে গণসংযোগ করেন। মির্জা বাজার পথসভা শেষে আবার গণসংযোগ শুরু করেন। সন্ধ্যায় মনুরহাট ও বক্তার হাটে গণসংযোগ করেন। রাতে পৌরসভার সুবেদারী রাস্তার মাথায় পথসভার মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শেষ করেন।
এসময় ছাগলনাইয়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক প্রমুখ।