ইরাকে ঘাঁটিতে হামলায় আহত এক মার্কিন সৈন্যের অবস্থা আশঙ্কাজনক: রিপোর্ট

0

ইরাকে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে হামলার ঘটনায় আহত তিন মার্কিন সেনার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন।

সম্প্রতি ইরাকে ইরবিল ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপর ড্রোন হামলার দাবি করে প্রতিরোধ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ ও সহযোগী গোষ্ঠীগুলো। ওই হামলায় আহত হয় মার্কিন ওই তিন সেনা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মার্কিন জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, “এই হামলার উদ্দেশ্য হল- ইরাক এবং সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর উপর হামলার জন্য সরাসরি দায়ী গোষ্ঠীগুলোকে জবাবদিহি করা এবং তাদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করা। আমরা সবসময় আমাদের বাহিনীকে রক্ষা করব।”

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। সেই যুদ্ধে সমর্থন দেয় আমেরিকা। গাজায় নির্বিচারে বোমা হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এরই মধ্যে গাজায় ২০ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। যার ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষ।

এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় ইরাক ও সিরিয়ায় আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালানো শুরু করে প্রতিরোধ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here