বিগত কিছু দিন ধরে পরপর কয়েকটি ভারতগামী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই সব হামলায় ইরান এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী জড়িত বলে অভিযোগ। এই আবহে এবার আরব সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে চারটি রণতরী মোতায়েন করল ভারতীয় নৌবাহিনী।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ইয়েমেনের হুথিরা ১০০টিরও বেশি ড্রোন উড়িয়ে ১০টি জাহাজে হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের কারণে ইসরায়েল যোগ থাকা জাহাজের ওপরে এই হামলা চালানো হচ্ছে। তবে এতে ক্ষতির মুখে পড়ছে ভারতগামী জাহাজও। এই আবহে আইএনএস কলকাতা, আইএনএস কোচি, আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস চেন্নাইকে মোতায়েন করা হয়েছে।
দু’দিন আগেই গুজরাট থেকে প্রায় ৪০০ কিলোমিটায় দূরে ড্রোন হামলার শিকার হয় একটি জাহাজ। সেই জাহাজটির নাম ছিল ‘এমভি কেম প্লুটো’। রিপোর্ট অনুযায়ী, ভারত মহাসাগরে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয় শনিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গেছে। লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটির সাথে ইসরায়েল যোগ রয়েছে বলে জানা যায়।
এদিকে শনিবারই আরও একটি জাহাজে হামলা চালানো হয় লোহিত সাগরে। জানা গেছে, সেই জাহাজে ছিল অপরিশোধিত জ্বালানি তেল। সেই জাহাজে ২৫ জন ভারতীয় ক্রু ছিলেন বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। জাহাজটির নাম- এমভি সাইবাবা। এই ঘটনা নিয়ে প্রাথমিকভাবে পেন্টাগন দাবি করেছিল, এমভি সাইবাবা ভারতীয় পতাকাবাহী জাহাজ। পরে ভারতীয় নৌবাহিনী সেই দাবি উড়িয়ে জানিয়ে দেয়, জাহাজটি গ্যাবনের পতাকাবাহী।
সম্প্রতি মালটার পতাকাবাহী ‘এমভি রায়েন’ নামক একটি জাহাজ সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল। সেই সময় সাহায্যের আর্তি জানিয়েছিল তারা। এই ঘটনাটি ঘটেছিল আরব সাগরে। জাহাজটি ভারতেই আসছিল। সেই জাহাজের আর্তিতে সাড়া দিয়ে ভারতীয় নৌবাহিনী সেখানে গিয়ে পৌঁছায় এবং জলদস্যুদের হামলা নস্যাৎ করে দেয়।
এর আগে তুরস্ক থেকে ভারতের উদ্দেশে যাত্রা করা পণ্যবাহী জাহাজ আকট করা হয় লোহিত সাগরে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সেই ঘটনার সঙ্গে যুক্ত । বিভিন্ন দেশের প্রায় ২৫ জন নাগরিক সেই জাহাজে ছিল। অপহৃত জাহাজটির নাম ‘গ্যালাক্সি লিডার’। জাহাজটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন ছিল এবং এটি পরিচালনা করছিল জাপানের একটি সংস্থা। এদিকে সেই জাহাজটি যে ব্রিটিশ সংস্থার, তার অংশীদার ছিলেন একজন ইসরায়েলি ধনকুবের। তার নাম আব্রাহাম উঙ্গার। সূত্র: হিন্দুস্তান টাইমস