ভারতের উপকূলে একটি ট্যাংকার লক্ষ্য করে ইরান থেকে ড্রোন ছোড়া হয়েছিল বলে অভিযোগ তোলে ওয়াশিংটন। তবে অভিযোগ নাকচ করেছে তেহরান।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকারে ড্রোন হামলা নিয়ে ওয়াশিংটনের অভিযোগকে ‘অর্থহীন’ বলে অভিহিত করে।
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাহাজে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশ্যে এ হামলার জন্য তেহরানকে অভিযুক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তারা এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। এ দাবি অর্থহীন।