বেলারুশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করছে ইউক্রেন

0

বেলারুশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব উঠেছে ইউক্রেনীয় সংসদে। সোমবার এ প্রস্তাব আনেন দেশটির মন্ত্রী তারাস মেলনিচুক।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি জানান, পরিস্থিতির মৌলিক পরিবর্তন ও ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগে বেলারুশ প্রজাতন্ত্র জড়িত থাকায় কারণে চুক্তি বাতিলের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির আইন অনুসারে, আন্তঃরাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে সংসদেই বাতিলের পদক্ষেপ নিতে হয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের অন্যতম বাণিজ্য অংশীদারে পরিণত হয় বেলারুশ। সাম্প্রতিক যুদ্ধের আগে পর্যন্ত ইউক্রেনে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি ও সার সরবরাহ করে আসছিল বেলারুশ। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here