খোঁজ মিলেছে পুতিন-বিরোধী নাভালনির

0

রাশিয়ার বিরোধী নেতা ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে। তিনি বেঁচে আছেন। 

তাকে সাইবেরিয়ার একটি পেনাল কলোনিতে রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে কারাগার থেকে তাকে সরিয়ে নেওয়ার পর গত ৬ ডিসেম্বর থেকে তার দলের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। 

ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হয় নাভালনিকে। ২০২১ সাল থেকেই বন্দী রয়েছেন তিনি। নাভালনির আইনজীবী ইয়ারমিশ জানিয়েছেন, তার সঙ্গে দেখা হয়েছে এবং তিনি ভালো আছেন।

তিনি জানান, নাভালনিকে উত্তর রাশিয়ার স্বায়ত্তশাসিত ইয়ামালো-নেনেট জেলার খার্প এলাকার আইকে-৩ পেনাল কলোনিতে স্থানান্তর করা হয়েছে। এর আগে তাকে মস্কো থেকে ২৩৫ কিলোমিটার (১৪৫ মাইল) পূর্বের মেলেখভোতে আইকে-৬ পেনাল কলোনিতে রাখা হয়েছিল।

এদিকে নাভালনির খোঁজ পাওয়ার খবরকে স্বাগত জানালেও তার সুস্থতা এবং আটকের বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পোলার উলফ নামের নতুন কারাগারটিকে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ কারাগার বলে মনে করা হয়। সেখানে আটক অধিকাংশ বন্দিই গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

ইয়ারমিশ বলেন, রুশ কর্তৃপক্ষ নাভালনিকে তার দল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং তার জীবন যতটা সম্ভব অসহনীয় করে তোলার চেষ্টা করছে। তাকে যেখানে রাখা হয়েছে সেই কারাগারটি বেশ দূরে এবং এতে প্রবেশ করা খুব কঠিন। আইনজীবীদের পক্ষে সেখানে যাওয়া এবং অ্যালেক্সি নাভালনিকে দেখা খুব কঠিন হবে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে রাশিয়ায় নাভালনিকেই একমাত্র বিরোধী নেতা বলে মনে হচ্ছে যিনি সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নিতে রাশিয়াজুড়ে বিপুল সংখ্যক মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। ২০২০ সালে তাকে সাইবেরিয়ায় বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যান তিনি।

এদিকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আগামী বছরের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলে পুতিনের জন্য আগামী ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ আরও পরিষ্কার হয়ে যাবে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here