লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মা রিনা বেগম (২৫) কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান (২) মনিরের একমাত্র সন্তান।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধায় একটি বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল ও চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা স্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী সম্পূর্ণ করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালীগঞ্জ স্টেশন অফিসার আবু তাহের বলেন, রাত ৮টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে এসেছি। মরদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা পুলিশ গ্রহণ করবে।