বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় হাজারও বন্দির মুক্তি

0

বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কার কারাগার থেকে এক হাজার চার বন্দিকে মুক্তি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ।

ক্রিসমাসের আগে সপ্তাহব্যাপী সামরিক-সমর্থিত মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫ হাজার বাসিন্দাকে গ্রেফতারের পর সর্বশেষ এ ক্ষমার ঘোষণা এলো।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩ হাজার ৬৬৬ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১ হাজার ১০০ মাদকাসক্তকে আটক করা হয়েছে এবং তাদের সামরিক বাহিনী পরিচালিত কেন্দ্রে বাধ্যতামূলক পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছে।

এর আগে মে মাসে বুদ্ধ পূর্ণিমার ছুটি উদযাপনের সময় সমসংখ্যক দোষীকে মুক্তি দিয়েছিল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কারাগারগুলোতে ধারণ ক্ষমতার তুলনা অনেক বেশি বন্দি আছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির কারাগার ১১ হাজার বন্দির জন্য তৈরি করা হয়েছে। তবে শুক্রবার (২২ ডিসেম্বর) পর্যন্ত এ কারাগারে ৩০ হাজার বন্দি ছিলেন।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here