যুদ্ধে ‘চড়া মূল্য’ দিচ্ছে ইসরায়েল, স্বীকার করলেন নেতানিয়াহু

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে প্রতিদিনই উল্লেখযোগ্য হারে নিহত হচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা। উপত্যকার প্রতিরোধ গোষ্ঠী হামাস দাবি করেছে, বিগত চার দিনে সেখানে ৪৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও ৩৫ সামরিক যান ধ্বংস হয়েছে। এর মধ্যে শুধু গত শুক্র ও শনিবারই হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত ১৪ ইসরায়েলি সেনা।

এই পরিস্থিতিতে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত শনিবার ছিল গাজা যুদ্ধে ইসরায়েলে সামরিক বাহিনীর জন্য সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী দিনগুলোর মধ্যে একটি। তবে এরপরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া ‘কোনও বিকল্প খুঁজে পাচ্ছেন না’ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া নির্বিচার এই হামলায় ৫৪ হাজার মানুষ আহত হয়েছে।

এই পরিস্থিতিতে সর্বশেষ ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “গাজায় চলমান যুদ্ধে খুব কঠিন একটি দিনের পর রবিবার ছিল কঠিন সকাল।”

তার দাবি, ইসরায়েলি বাহিনী ‘শেষ পর্যন্ত’ পূর্ণ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে। এসময় তিনি হামাসকে নির্মূল করার এবং গাজায় আটক বন্দিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার বিষয়ে তার লক্ষ্যগুলোও পুনর্ব্যক্ত করেন।

ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, “আমাকে স্পষ্ট করে বলতে দিন: এটি (গাজায়) দীর্ঘ যুদ্ধ হবে।”

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া গত শনিবার ইসরায়েল জানায়, চলমান স্থল অভিযানে এখন পর্যন্ত ৭০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here