শাহরুখকে নিয়ে যা বললেন সানি

0

সময়ের সঙ্গে কোনও কোনও সম্পর্কের তিক্ততা কমে। শাহরুখ খান এবং সানি দেওলের ক্ষেত্রেও তেমনই ঘটেছে। ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ডর’ সিনেমায় প্রথম তাদের একসঙ্গে দেখেন দর্শক। কিন্তু শোনা যায়, এই ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সানির। ফলে তার পর থেকে তারা আর কখনও একসঙ্গে কাজ করেননি। রবিবার মুক্তির তিন দশক পূর্ণ করল যশ চোপড়া পরিচালিত ছবি ‘ডর’। তার আগে শাহরুখ প্রসঙ্গে মুখ খুললেন সানি।

উল্লেখ্য, ‘গদার ২’ ছবির সাকসেস পার্টিতে শাহরুখ এবং সানিকে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। এই প্রসঙ্গে সানি বলেন, ‘আমি ওর কাছে কৃতজ্ঞ। মনে আছে, ওর সঙ্গে আমার যখন কথা হয়, তখন ও দুবাইয়ে ‘জওয়ান’-এর প্রচারে ব্যস্ত। ভেবেছিলাম, ও আসবে না। কিন্তু ওখান থেকে ও সরাসরি এসেছিল।’ এরই সঙ্গে সানি বলেন, ‘খুব অল্প সময়ের জন্যই ও এসেছিল। তার পর ওর সঙ্গে আর দেখা করার সুযোগ হয়নি। কিন্তু সুযোগ পেলে খুব ভাল লাগবে।’

শুধু শাহরুখ নয়, সালমান খান প্রসঙ্গেও খোলা মনে কথা বলেছেন সানি। তার কথায়, ‘ওর সঙ্গে সে বার গোয়ায় দেখা হয়েছিল। প্রচুর আড্ডা দিয়েছি। আমরা এক সঙ্গে কাজ করার কথাও ভেবেছি।’ এরই সঙ্গে সানি জানান, এক বার সালমান তাকে ফোন করে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন যে, তিনি সানিকে প্রচণ্ড ভালবাসেন।

এর পর আমির খান প্রযোজিত ‘লাহোর’ ছবিতে অভিনয় করবেন সানি। ১৯৪৭-এর দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। ‘গদার ২’-এর পার্টিতেই যে এই ছবির বীজ পোঁতা ছিল, সে কথাও জানান সানি। তার কথায়, ‘পরের দিন আমিরের সঙ্গে সঙ্গে দেখা করে এই ছবিটা নিয়ে আলোচনা করি। ঈশ্বরের সত্যিই অশেষ কৃপা।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here