রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের কাজী শাহেদ।
সমিতির সবকটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সোমবার (২৫ ডিসেম্বর) সমিতির পরিচালনা পর্ষদের যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল তার আর প্রয়োজন হচ্ছে না।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যক্ষ মহা. হবিবুর রহমান এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা ও অ্যাডভোকেট মমিনুল ইসলাম বাবু।