কুমিল্লায় রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে দলের নেতাকর্মীরা। রবিবার ওই মিছিল বের করা হয়। এতে নির্বাচন বর্জন এবং অসহযোগের আহ্বান জানানো হয়। গোবিন্দপুর বাসস্ট্যান্ডের কাছে অর্ধশতাধিক নেতা-কর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করেন রিজভী।

তিনি বলেন, ‘ওরা (সরকার) যত টালবাহানা করুন, যত নির্বাচনী নাটক মঞ্চস্থ করুক, কোনো লাভ হবে না। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। দেশের জনগণ তামাশার ডামি নির্বাচন হতে দেবে না। তীব্র আন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিরোধ করবে।’ 

চান্দিনা বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির ঝটিকা মিছিলে রিজভীর সঙ্গে ছিলেন দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর ছাত্র দলের তৌহিদুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম সাজ্জাদ, শরীফুজ্জামান, ফারুক আহমেদ, মাসুদুর রহমান. চান্দিনা উপজেলা ছাত্র দলের মাহবুব আলম, মাসুদুর রহমান, মেঘনা বিএনপির সেকান্দর হোসাইন কাজল, ছাত্র দলের কেফায়েত উল্লাহ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here