দুবাইয়ে নিহত রিয়াদের দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন

0

দুবাই সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার রিয়াদ হোসেন আরমানের (২৬) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে শেরপুর জামে মসজিদের মাঠে নামাজের জানাযা শেষে রিয়াদের লাশ দাফন করা হয়। নিহত রিয়াদ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগের মো. ইকবাল হোসেনের ছেলে।

গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে দুবাইয়ের রাসুল কিমা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় রিয়াদ মারা যায়। শনিবার দুপুরে তার লাশ শান্তিবাগের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জীবিকার তাগিদে গত জুন মাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন রিয়াদ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here