দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত বাহুবলী দু’টি পার্ট বক্স অফিসে সাফল্যের পর একে একে মুখ থুবড়ে পড়ে ‘সাহো’, ‘রাধে শ্যাম’ ও ‘আদি পুরুষ’। সব মিলিয়ে ক্যারিয়ার নিয়ে বেশ বাজে সময় পার করছিলেন এই অভিনেতা। তবে তার সদ্য মুক্তি পাওয়া ‘সালার’ ছবিটি আশা দেখাচ্ছে বক্সঅফিসে।
ছবিটি মুক্তির প্রথম দিন আয় করেছে ১৭৫ কোটি রুপির মতো। এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির প্রথম দিন ভারতে ৯৫ কোটি আয় করেছে ‘সালার’। অন্যদিকে বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো। সব মিলিয়ে প্রথম দিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে প্রভাসের বহুল প্রতীক্ষিত এ সিনেমা।
এরপরই রণবীরের ‘অ্যানিমেল’ প্রথম দিন আয় করেছে ৬৩ কোটি ও ‘পাঠান’ তার উদ্বোধনী দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। বছর জুড়ে শাহরুখ-রণবীর কাপুররা বক্স অফিসের লাগাম ধরে রাখলেও বছর শেষে সেই লাগাম নিজের হাতে নিয়ে নিলেন প্রভাস। প্রশান্ত নীল পরিচালিত ‘সালার : পার্ট ১-সিজফায়ার’ এ প্রভাস ছাড়া আরও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু প্রমুখ।