নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। এজন্য বাহবা পাচ্ছেন অনেকের কাছে থেকেই।
বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকও প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত এই অধিনায়কের। একইসঙ্গে শান্তকে ‘স্রোতে ভেসে না যাওয়ার’ পরামর্শও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, শনিবার নেপিয়ারে দাপুটে জয়ে নতুন করে ইতিহাস লিখল টাইগাররা। ওইদিন আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শান্তর অপরাজিত ৫১ ও এনামুলের ৩৭ রানে বাংলাদেশ জয় পেয়ে যায় অতি সহজে।