পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রবিবার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সীমান্তবর্তী ভুগিজো শহরে এই হামলার ঘটনা ঘটে। সেখানে বিদ্রোহীদের ঘাঁটিও রয়েছে।
রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, তারা নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে হত্যা করেছে।
রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী ২০১৫ সাল থেকে পূর্ব ডিআরসিতে অবস্থিত ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে বিবেচিত।