দারুণ জয়ে শেখ রাসেলের উড়ন্ত শুরু

0

দারুণ জয় দিয়ে চলতি প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামল ধানমন্ডি ক্লাবকে ২- ১ গোলে হারিয়েছে দলটি।

জামালের ফুটবলার মাহমুদুল হাসান কিরণ প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এ কারণে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।  

প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কাটা খায় শেখ জামাল। সতীর্থের পাস ধরে ছুটছিলেন সারোয়ার জাহান নিপু, কিন্তু পেছন থেকে তাকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মাহমুদুল হাসান কিরণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড গ্যানিউয়ের হেডে তেমন গতি ছিল না, কিন্তু বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।  

৫৯তম মিনিটে শেখ জামালকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন খোলমাতোভ। তবে শেষ রক্ষা হয়নি। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here