পাঠান, জওয়ান ঝড়ের পর ডাংকি খুব একটা সুবিধা করতে পারছে না। তবে শাহরুখ খানের এই ছবি আয়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও খুব একটা খারাপও চলছে না।
এবার এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানালেন, তারকাদের বয়সের সঙ্গে মিল রেখে চরিত্র নির্বাচনের গুরুত্বের কথা। লেবাননের তারকা টিভি উপস্থাপক রায়া আবিরাচেদকে সাক্ষাৎকারটি দেন শাহরুখ।
শাহরুখ বলেছেন, ‘মার্চ বা এপ্রিলে নতুন সিনেমার কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। আমি এমন একটি চরিত্রে কাজ করতে চাচ্ছি যে চরিত্রটি আমার সমবয়সী। চরিত্রটি হবে সিনেমার মূল চরিত্র ও কেন্দ্রবিন্দু। ভারতীয় সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে গিয়ে অভিনেতারা তাদের আসল বয়স দেখানোর সুযোগ পান না। দুই দশক আগের আকর্ষণ এখনো পর্দায় নিয়ে আসাটা এক পর্যায়ে ক্লান্তিকর হয়ে ওঠে। আমার মনে হয় আমি পর্দায় একটি নতুন, বয়স-কেন্দ্রিক আকর্ষণ নিয়ে আসতে পারব, আরেকটি অ্যাকশন সিনেমায় আমি এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই।’