ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। একটি সূত্র আল-জাজিরাকে শুক্রবার জানিয়েছে, কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত দখলদার ইসরাইলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। সূত্রটি বলেছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে।
ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। প্র
সংগঠনটি আরও বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।
ইরাকের বেশ কয়েকটি মার্কিনবিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সংগঠনটি ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুক্রবার সংগঠনটি জানিয়েছিল, তারা ইসরায়েলের এইলাত শহরে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, ইসরায়েল ন্যাশনাল নিউজ, ভার্চুয়াল জেরুজালেম, ওয়াইনেট নিউজ