নতুন বলে টাইগার পেসে পুড়ে ছাই হয়েছে কিউই ব্যাটাররা! পুরো দল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি—অলআউট হয়েছে ৯৮ রানে। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ, ঘরের মাঠে কিউইদের ওয়ানডে ইতিহাসেরই চতুর্থ সর্বনিম্ন এবং ২০০৭ সালের পর সর্বনিম্ন সংগ্রহ।
বোলারদের এমন বীরত্বের পর শনিবার নেপিয়ারে বাকি কাজটা সহজেই সেরেছেন ব্যাটাররা। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ২০তম ওয়ানডেতে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেটাও ৯ উইকেটের বিশাল ব্যবধানে। শনিবারের এই সকালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই রূপকথার!
পেসারদের প্রশংসা করে শান্ত আরও বলেন, ‘বোলাররা দীর্ঘ সময় ধরে ভালো জায়গায় বোলিং করেছে। আজ তারা যেভাবে বোলিং করেছে তাতে আমি সত্যিই গর্বিত। আমিও চেয়েছি ম্যাচ শেষ করে আসতে। আমি শুধু আমার খেলা খেলেছি। এই ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস দিবে। আশা করছি টি-টোয়েন্টিতেও ছেলেরা ভালো ক্রিকেট খেলবে।’
ওয়ানডের পর বাংলাদেশের চোখ এখন টি-টোয়েন্টিতে। আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে।