পুরোনো ক্লাব বার্সেলোনার তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেস। এক মৌসুমের জন্য ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছাড়ার পর ফ্রি এজেন্ট হন সুয়ারেস। এরপরই আমেরিকান সকার ক্লাবটিতে যোগ দেন তিনি। মূলত মেসিদের জন্যই এই ক্লাবে যোগ দিয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘অসাধারণ বন্ধু ও খেলোয়াড়দের সঙ্গে ফের মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’