জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই

0

জয়পুরহাট পৌর শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় বসতবাড়িতে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শনিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের  নতুনহাট শেখ পাড়া মহল্লার আবু ছালাম নামে এক ব্যক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে মুহূর্তে আশপাশের ১০টি ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here