কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। এসময় মাদক কারবারি রফিক প্রকাশ ওরফে বার্মাইয়া রফিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী গহীন পাহাড় ও বড় হাবির পাড়া এলাকায় র্যাব এই অভিযান চালায়।
অভিযানে পাহাড়ি এলাকায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ লাখ ১৪ হাজার ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২টি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
অন্যদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার সৈয়দুর রহমান এর বসত ঘর থেকে পাঁচশ’ বোতল ফেনসিডিলসহ সৈয়দ এবং আজিজ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।