নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ইকবালুর রহিম

0

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘যারা ট্রেনে অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা করে কর্মসূচিরর নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। অমানবিক তাদের বিরুদ্ধে এই কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

হুইপ নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে দোয়া কামনা করে বলেন, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানান তিনি।
 
আজ শুক্রবার দিনাজপুর শহরের জেলখানা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকায় ভোট চেয়ে নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগের মনোনীত (নৌকা) দিনাজপুর-৩ সদর আসনের প্রার্থী হুইপ ইকবালুর রহিম এসবকথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here