এখন পর্যন্ত হিজবুল্লাহর ১২১ সদস্য নিহত

0

ইসরায়েলে হামলা শুরু করার পর থেকে হিজবুল্লাহর ১২১ সদস্য নিহত হয়েছে। 

হিজবুল্লাহ জানিয়েছে, গত অক্টোবরে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১২১ জন যোদ্ধা নিহত হয়েছে।

গাজায় বোমা হামলা শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে সীমান্তবর্তী ইসরায়েলি গ্রামগুলোতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি সীমান্তে ঝটিকা আক্রমণ করতে বিভিন্ন দল পাঠায় তারা।

ইসরায়েলের জন্য হিজবুল্লাহ বড় ধরনের বিপদ। ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও মন্ত্রিসভার অন্যান্য কট্টরপন্থী সদস্য লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার্থে নিজেরাই আগে আক্রমণ চালানোর পক্ষে।

এতে বিপদ গুনছে ওয়াশিংটন। তাদের ভয়, সংঘাত আঞ্চলিক রূপ নিলে ইরানও জড়িয়ে পড়তে পারে। অপর দিকে যুক্তরাষ্ট্রের আস্থাভাজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তাব বাতিল করে দিয়েছেন। তবে ইসরায়েলি রাজনীতিক, জেনারেল ও সাধারণ জনগণের একটি বড় অংশের মধ্যে দৃঢ় বিশ্বাস গেঁথেছে যে লেবাননের সঙ্গে নতুন একটি যুদ্ধ অনিবার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here