লোহিত সাগর টাস্কফোর্সে যোগ দিতে স্বাক্ষর করেছে ২০ দেশ, দাবি আমেরিকার

0

লোহিত সাগরে পণ্য পরিবাহী জাহাজগুলোকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে সুরক্ষা দিতে গঠিত টাস্কফোর্সে যোগ দিতে অন্তত ২০ দেশ স্বাক্ষর করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, “আমরা এখন ২০টিরও বেশি দেশ জোটে অংশ নিতে স্বাক্ষর করেছি।”

তবে সেই ২০ দেশের নামসহ বিস্তারিত তথ্য তুলে ধরেননি পেন্টাগন মুখপাত্র।

এর আগে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মোট ১১ দেশ লোহিত সাগরের টাস্কফোর্সে যোগ দিয়েছে। সেগুলো হল- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস, স্পেন এবং অস্ট্রেলিয়া।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বহুজাতিক জোট ঘোষণার পর হুথি বিদ্রোহী গোষঠী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা আক্রমণের শিকার হলে পাল্টা হামলা করবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here